বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

নাজিরপুরে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার 

নাজিরপুরে (পিরোজপুর) প্রতিনিধি

নাজিরপুরে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার 

পিরোজপুরের নাজিরপুরে মাদরাসা ছাত্রী ধর্ষণ মামলার অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (২০ ডিসেম্বর) আসামি এনামুল হক সরদারকে র্যাব-০৮ গ্রেপ্তার করে নাজিরপুর থানায় হস্তান্তর করে। 

অভিযুক্ত আসামি উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের রামনগর গ্রামের আব্দুস সালাম সরদারের ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, মাদরাসা ছাত্রীকে তুলে নিয়ে অভিযুক্ত এনামুল পার্শ্ববর্তী এক বাড়িতে আটকে রেখে ধর্ষণ করেন।

অভিযোগকারীর মা জানান, গত ৩ ডিসেম্বর রান্না করার জন্য ঘরে বসে একটি লাউ কাটছিলাম। কিছু সময় পরে মেয়ের বাবা বাসায় এলে তাকে ভাত দিয়ে আমি মেয়েকে ডাকি। কিন্তু কোথাও মেয়েকে খুঁজে পাইনি। 

পাশের বাড়িগুলোতে খোঁজাখুঁজির পরে মেয়ে সন্ধ্যায় বাড়িতে আসে। কোথায় গিয়েছিলি মেয়ের কাছে এটা জানতে চাইলে-মেয়ে আমাকে জানায়, তাকে তুলে নিয়ে এনামুল জোর করে আটকে রেখে ধর্ষণ করেছে। নাজিরপুর থানার ওসি মো. মাহমুদ আল ফরিদ ভুঁইয়া জানান, এনামুলের বিরুদ্ধে নাজিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। এরপর তাকে গ্রেপ্তার করা হয়েছে।

টিএইচ